আলী হাসান তৈয়ব কর্তৃক রচিত ইসলামিক বই pdf ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
১। আকীকা এবং এ সংক্রান্ত কিছু বিধান
২। ইসলামী দৃষ্টিকোণে বাংলাদেশের মুক্তি যুদ্ধ
৩। ঋতুবতী নারীর রোজা ত্যাগ ও কাজা প্রসঙ্গ
৪। বাংলাদেশে নাস্তিক্যববাদী অপতৎপরতা প্রতিরোধের উপায়
৫। মানব ও সমাজ সেবায় ইসলামের প্রেরণা
৬। যে চৌদ্দ আমলে রিযক বাড়ে
৭। সংক্ষিপ্ত হজ্জ উমরা ও যিয়ারত
৮। সোনামণিদের হাদীস শিক্ষার আসর
৯। হিল্লা তালাক ফতোয়াঃ যে কথা গুলো না বললেই নয়
লেখক পরিচিতিঃ
১৯৮৩ সালে তৈয়ব আলী ও আলেয়া বেগমের ঘর আলোকিত করে এই আলোঝলমল পৃথিবীতে চোখ মেলেন ‘আলোর ভুবন ফুলেল জীবনের’ লেখক আলী হাসান৷ অনেকে তাকে তৈয়ব ভাই ডাকলেও তাঁর বাবার নাম তৈয়ব৷ তিনি ইবনে তৈয়ব, আলী হাসান তৈয়ব৷ বগুড়ার মালতি নগরে নিবাস হলেও দুই কন্যার নানার বাড়ি ময়মনসিংহে৷ শিল্প ও সাহিত্যের শহরে তার প্রিয়তামার নিবাস৷ এইসূত্রে তিনি লৌহিত্যের তীরে নদীর কাছে বার বার আসেন৷ জীবন তো বহতা নদীর মতোই৷ এই নদীতে ভাসমান ভালোবাসার সম্পান৷ তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী৷ সাবলীল ভাষায় অনুবাদ করেন উর্দু থেকেও৷ উর্দু থেকে অনূদিত প্রকাশিত বই মৃত্যু আসছে আপনি কি প্রস্তুত, জিকরে মাহমুদ, জীবন যেভাবে দামি হয়সহ আরও কিছু মূল্যবান বই৷ তিনি শুধু অনুবাদক নন, তার আছে মৌলিক রচনাও। গুগলে আলী হাসান তৈয়ব সার্চ করলে অসংখ্য লেখার লিংক উঠে আসে৷ ২০০১ সাল থেকে পৃথিবীতে সবচে বড় সাইট ইসলামহাউজ ডটকম- এ লেখক ও গবেষক পদে কর্মরত৷
আলী হাসান তৈয়ব লেখালেখিতে সম্পাদনার কাজেও দক্ষ৷ নির্বাহী সম্পাদক ছিলেন মাসিক নয়া প্রভাতের, বিভাগীয় সম্পাদক ছিলেন মাসিক আর ইরশাদ ও পাক্ষিক মুক্ত আওয়াজে৷ তিনি কেন লিখেন? কী লিখেন? তিনি ইসলাম প্রচারে যা প্রয়োজন তাই লেখেন৷ মুসলিম উম্মাহর কথা লেখেন৷ লেখেন জীবন ও জগৎ নিয়ে৷ সাহিত্যে তো জীবনের গদ্য, জীবনের ছন্দ৷ তিনি সেই ছন্দ ও গদ্যে ছান্দসিক৷ গদ্যশিল্পী৷ ভাষাশৈলিতে জীবনশৈলির ছবি আঁকেন৷ লেখার নিজস্ব ভঙ্গিমা ও আঙ্গিত রয়েছে আলী হাসান তৈয়বের গদ্যে৷ ইলেক্ট্রনিক মিডিয়াতেও সবর তরুণ এ আলেম আলোচক৷ বিশুদ্ধ ভাবনায় শুদ্ধভাষায় তুলো ধরেন নানাপ্রসঙ্গ৷ ২০১৭ সালে সাহিত্য ও মিডিয়ায় অবদানের জন্য এশিয়ান রেডিও ঐশীস্বর সম্মাননা লাভ করেন৷ ২০০৫ সালে মাসিক রাহমানী পয়গাম সেরা নবীন লেখক সম্মাননা ক্রেস্ট পান৷ এই পুরস্কার গ্রহণ করেন বিপ্লবী আলেম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর হাত থেকে৷
তিনি পাঠকের ভালোবাসা পান অবিরত, মুগ্ধকর ভালোবাসা৷ কাবার পথের পথিক নবীপ্রেমী আলী হাসান আল্লাহর ঘর কাবা জিয়ারত করেছেন৷ চলছেন রাহগির হয়ে মদিনার পথে পথে৷ তাঁর লেখায় মদিনার প্রতি বিশেষ টান৷ তিনি এক সময় ছড়া লিখতেন৷ গান গান দরাজকণ্ঠে আমি যদি আরব হতাম মদীনারই পথ… ৷ তিনি মাদরাসার মুহতামিম৷ মসজিদের খতীব৷ ওয়াজ মাহফিলে সুবক্তাও৷
তাকমিল ২০০৫ সালে৷ আরবি সাহিত্য মারকাজুল ইসলামীতে৷ আরবি ভাষা ও সাহিত্যের দিকপাল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারীর খাস শাগেরদ৷ মাদরাসা দারুর রাশাদ থেকে সাহিত্য ও সাংবাদিকতার পাঠগ্রহণ৷ আলী হাসান তৈয়বের প্রতি আমাদের ফুলেল ভালোবাসা৷ তিনি মুলত দাঈ৷ লেখেন দাওয়াহ চেতনা থেকে৷ উম্মাহর বৃহত্তর কল্যাণে তিনি উদারমানসিকতা লালন করেন৷ এই উদারতা শরিয়াহর সীমানায়৷ চেতনার চার দেয়ালের ভেতর এবং বাইরেও৷ এই উদারতা ইসলামের৷ আলোর ভুবন ফুলেল জীবন বইটি কিশোর তরুণদের জন্য লেখা৷ গল্পময়৷ হাদীসের আলোয় জীবনের ফুল ফোটানোর অভিপ্রায়ে লেখা৷ নির্মেদ গদ্যে কিশোরউপযোগী ভাষায় লেখা৷ এটি নির্মাণধর্মী সাহিত্যের প্রয়াস৷ অবক্ষয়ের এই সময়ে একজন অভিভাবক নিজের নয়নমনিদের হাতে তুলে দিতে পারেন আলোর ভুবন ফুলেল জীবন৷
এই জাতীয় বই জীবনকে আলোকময় করে, জীবন হয়ে ওঠে রজনীগন্ধা, বেলি, গোলাপ৷ বারোটি অধ্যায়ে নবীজীর অমর বানী হাদীসের আলোকসম্পাত করা হয়েছে এই রচনায়৷ আলোকময় জীবনগঠনে বইটি আলো দেবে৷ জীবন হবে ফুলেল, স্নিগ্ধ, সুগ্ধা৷ অভিজাত প্রকাশনী মাকতাবাতুল আযহার বইটি আলোর মুখ দেখিয়েছে৷ হাজির করেছে পাঠকের দুয়ারে৷ প্রথম মুদ্রণ শেষ হওয়ায় দ্বিতীয় মুদ্রণের কাজ শেষে আবার পাঠকের দরবারে আলোর ভুবন ফুলেল জীবন বইটি৷
পাঠকের জীবন হোক ফুলেল, আলোকময়৷ লেখক আলী হাসান তৈয়বের জীবন হোক হায়াতে তাইয়িবার প্রতীক৷ উম্মাহর কল্যাণে তার কলম হোক শাণিত৷
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ