গ্রন্থ পরিচিতঃ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি মুসলমানদেরকে দ্বীনের জন্যে আত্মত্যাগ ও জীবন উৎসর্গ করার আদর্শ হিসেবে আত্মত্যাগী এক দল সাহাবায়ে কেরামকে উপমা হিসেবে রেখেছেন। আর দরূদ ও সালাম সেই মহামানবের ওপর যাঁর আদর্শ অনুসরণ করে সাহাবায়ে কেরাম অতুলনীয় এক আদর্শে আদর্শিত হয়েছেন।
সাহাবীদের জীবনীর ওপর লিখিত মিশরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. আব্দুর রহমান রাফাত পাশা’র কিতাবটি আরবী ভাষাভাষী সর্বস্তরের মানুষের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। কিতাবটি এতই জনপ্রিয়তা পেয়েছে যে, তা বিশ্বের অন্যান্য ভাষায়ও অনূদিত হয়েছে।
ইসলামের খিদমতে সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিস্ময়কর ও অতুলনীয় অবাক করা ইতিহাস বাংলা ভাষাভাষীদের নিকটে তুলে ধরতে আমরা এ কিতাবটি অনুবাদ করার ইচ্ছা করি। অবশেষে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সম্মানিত ওস্তাজ মাওলানা জি. এম. মেহেরুল্লাহ (দাঃ বাঃ)-এর তত্ত্বাবধায়নে কিতাবটির অনুবাদ সম্পূর্ণ করি।
সম্মানিত পাঠক! এ কিতাবটি অনুবাদ করার সময়ে ইসলামের জন্যে সাহাবীদের কষ্ট, মসিবত, আত্মত্যাগ ও নির্যাতন সহ্য করার ঘটনাগুলো লিখতে গিয়ে আমার চোখ অশ্রু ধরে রাখতে পারেনি। আর সেই অশ্রুসিক্ত নয়নে এ অধম, সাহাবায়ে কেরামের জীবনী কলমের কালি দিয়ে সাজিয়ে লিপিবদ্ধ করি।
সত্যিই অতুলনীয় সেই সকল বীর মুজাহিদ, আত্মত্যাগী ও জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরামদের জীবনী। আশা করি এ কিতাবটি পাঠ করতে আপনাদের অনেক ভালো লাগবে। আর সাথে সাথে ঈমানদীপ্ত কাহিনীগুলো আপনাদের ঈমানকে তাজা করবে। অবশেষে আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ, তিনি যেন আমাদেরকে সেই সকল সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে জীবন পরিচালনা করার তাওফীক দান করেন।
ড. আবদুর রহমান রাফাত পাশা কর্তৃক রচিত সাহাবীদের জীবন চিত্র pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ