গ্রন্থ পরিচিতঃ তাফসীরে মাযহারী (আরবি: تفسير المظهري) পবিত্র কুরআনের ১৩ তম শতাব্দীর তাফসির গ্রন্থ। হানাফী মাযহাবের একনিষ্ঠ অনুসারী সুন্নি ইসলামী পণ্ডিত কাজী ছানাউল্লাহ পানিপথীর লেখা বইটি।
এটি আল্লামা কাজী মুহাম্মদ ছানাউল্লাহ পানিপথী রচনা করেছেন (যিনি মারা গেছেন ১২২৫ হিজরিতে)। তিনি এই তাফসীরের নাম রেখেছেন ‘আল-তাফসীর আল-মাযহারী’, তাঁর আধ্যাত্মিক গুরু মির্জা মাজহার জান-ই-জানন দেহলভীর নাম অনুসারে। তাঁর এই তাফসীর খুব সহজ , স্পষ্ট এবং কোরআনের আয়াতগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা শিক্ষার জন্য অত্যন্ত কার্যকর। কুরআনের শাব্দিক বর্ণনার পাশাপাশি তিনি বিশদ বিবরণও দিয়েছেন এই গ্রন্থে। তা করতে গিয়ে তিনি অন্যান্য ভাষ্যগুলির তুলনায় অনেক বেশি তাথ্যিক বর্ণনাকে গ্রহণ করার চেষ্টা করেছেন।
হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া হইতে প্রকাশিত কাযী ছানাউল্লাহ পানিপথী কর্তৃক রচিত তাফসীরে মাযহারী pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
১। তাফসীরে মাযহারী ১ম খণ্ড
২। তাফসীরে মাযহারী ২য় খণ্ড
৩। তাফসীরে মাযহারী ৩য় খণ্ড
৪। তাফসীরে মাযহারী ৪র্থ খণ্ড
৫। তাফসীরে মাযহারী ৫ম খণ্ড
৬। তাফসীরে মাযহারী ৬ষ্ঠ খণ্ড
৭। তাফসীরে মাযহারী ৭ম খণ্ড
৮। তাফসীরে মাযহারী ৮ম খণ্ড
৯। তাফসীরে মাযহারী ৯ম খণ্ড
১০। তাফসীরে মাযহারী ১০ম খণ্ড
১১। তাফসীরে মাযহারী ১১তম খণ্ড
১২। তাফসীরে মাযহারী ১২তম খণ্ড
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ