গ্রন্থ পরিচিতঃ মিশকাতুল মাসাবীহ (আরবি: مشكاة المصابيح, অনুবাদ ‘বাতিসমূহের চেরাগদানি’) হাদীস শাস্ত্রের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। সাধারণভাবে মিশকাতুল মাসাবীহ বা مشكاة المصابيح দিয়ে একটি বই এর নাম বুঝালেও মূলত তা দুটি হাদিস গ্রন্থের সমন্বিত নাম। যার একটি হচ্ছে কিতাবুল মাসাবিহ (এর লেখক ইমাম আল বাগাভী ৪৩৬ হিজরী থেকে ৫১৬) ও অপরটি মিশকাত (লিখেছেনঃ শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আত তিবরিযী ৮০০ হিজরীর শেষের দিকে মৃত্যু বরণ করেন )। পরবর্তিতে উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে ‘মিশকাতুল মাসাবীহ’। গ্রন্থটিতে কিতাবুল মাসাবীহ হতে সংকলন করা হয়েছে ৪৪৩৪ টি হাদীস এবং মিশকাত হতে সংকলন করা হয়েছে ১৫১১টি হাদীস। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের সম্পাদনার কাজ সমাপ্তি হয় ৭৩৭ হিজরীর শেষ শুক্রবারে।
মূলত হাদীস শাস্ত্রে অনভিজ্ঞ লোকদের জন্যই এই বইটি সংকলন করা হয়েছে। শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আর তিবরিযী এই বইটি খুব চমকপ্রদ ভাবে সাজিয়েছেন যার মদ্ধ্যে উল্লেখ যোগ্য হল মাসাবিহ গ্রন্থে কোন হাদিসে উৎস লিপিবদ্ধ ছিলো না, ফলে পাঠকগন বিভ্রান্তিতে পড়ার শঙ্কা বোধ করতেন, আর সেই শঙ্কা দূর করেই মিশকাতুল মাসাবীহ সংকলনকালে লেখক প্রতিটি হাদীসের উৎস উল্লেখ করে দিয়েছেন। তিনি হাদীস গ্রন্থটিকে ফিকহের ধারাবাহিক নিয়ম অনুযায়ী সাজিয়েছেন। এবং প্রতিটি অধ্যায়ে ৩টি করে অনুচ্ছেদে ভাগ করেছেন, যার মধ্যে প্রথম দুই পরিচ্ছেদে সহীহ বুখারী ও সহীহ মুসলিম এর হাদিস এনেছেন এবং পরের পরিচ্ছেদে অন্যান্য কিতাবের হাদীস এনেছেন। আর হাদীস শেষে যে কিতাব থেকে হাদীসটি নিয়েছেন সেটির উৎস গ্রন্থ ও উল্লেখ করে দিয়েছেন।
আল্লামা ওলীউদ্দিন আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আল খাতীব আল উমারী আত তিবরীযী রহঃ কর্তৃক সংগ্রহীত হাদিস গ্রন্থ তাহকীক মিশকাতুল মাসাবীহ বা মেশকাত শরীফ pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
১। মিশকাত শরীফ ১ম খণ্ড
২। মিশকাত শরীফ ২য় খণ্ড
৩। মিশকাত শরীফ ৩য় খণ্ড
৪। মিশকাত শরীফ ৪র্থ খণ্ড
হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
১। তাহকীক মিশকাতুল মাসাবীহ ১ম খণ্ড
২। তাহকীক মিশকাতুল মাসাবীহ ২য় খণ্ড
৩। তাহকীক মিশকাতুল মাসাবীহ ৩য় খণ্ড
সোলেমানিয়া বুক হাউস কর্তৃক প্রকাশিত
▶ মেশকাত শরীফ ১ম থেকে ১১তম খণ্ড একত্রে
১। মিশকাতে বর্ণীত যঈফ ও জাল হাদিস সমূহ ১ম খণ্ড – মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবাণী
২। মিশকাতে বর্ণীত যঈফ ও জাল হাদিস সমূহ ২য় খণ্ড – মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবাণী
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ